চুনারুঘাট প্রতিনিধি ॥ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া ও নেওয়ার মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪২৩ বরণ করলেন ৩৫ জন চিকিৎসক ও ৭ সহস্রাধিক শিশু, নারী-পুরুষ। পহেলা বৈশাখ গত বৃহস্পতিবার দিনভর চুনারঘাট উপজেলার বালিয়াড়ি গ্রামে বিনামূল্যের এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক, কান ও গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদারের নেতৃত্বে গঠিত ৩৫ জনের চিকিৎসক দল এ সেবায় নিয়োজিত ছিলেন। চিকিৎসকদের মধ্যে বিভিন্ন বিভাগের ৭ জন বিশেষজ্ঞ ছিলেন। সকাল ৯টায় মেডিকেল ক্যাম্প শুরু হলেও সূর্য উঠার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা লোকজন বালিয়াড়ি গ্রামে ভীড় জমান। ক্যাম্পে ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় অস্ত্রোপচারও করা হয়। দীর্ঘদিন ধরে প্রতি বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এ ক্যাম্প অনুষ্ঠিত হলেও এ বছরই প্রথম বাংলা নববর্ষের প্রথম দিনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উল্লেখ যোগ্য চিকিৎসকগণের ছিলেন অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়, অধ্যাপক শফিউল আযম, ডাঃ সায়েরা চৌধুরী, ডাঃ সাখাওয়াৎ হাসান জীবন, ডাঃ মোরশেদুল আযম, ডাঃ সারজানা সুলতানা, ডাঃ নাবিল আসগর চৌধুরী, ডাঃ ফারহান তরফদারসহ দেশ বরণ্যে স্বনামধন্য চিকিৎসক উপস্থিত থেকে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন। নাসির উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত এ ক্যাম্প পরিচালনায় সহযোগিতায় ছিলেন স্থানীয় উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী ও তার ছোট ভাই এমদাদ চৌধুরী। এ ব্যাপারে নাসির উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক কামরুল হাসান তরফদার জানান ১০ বছর ধরে বিনামূল্যের এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে। তিনি জানান ওই ক্যাম্পে বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদান ছাড়াও ক্যাম্পের পর ঠোঁট কাটা ও তালু ফাটা রোগী এবং চোখের রোগীদের এক বছর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।