স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও ভাদিকারা গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী আলহাজ্ব আব্দুল হক দুলাই মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৮) বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন সন্ধ্যা ৭টায় স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজের উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বহু মুসল্লীরা এসে শরীক হন। জানাজার নামাজ পূর্বে উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ এর পরিচালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজ, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিব উল্লাহ বাহার, সাবেক ভাইস চেয়ারম্যান এসআর তালুকদার শাহীনুর, বিশিষ্ট মুরুব্বী আব্দুল আউয়াল, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মরহুমের ছেলে হাফিজুল হক প্রমুখ। বক্তারা বলেন, আলহাজ্ব আব্দুল হক দুলাই মিয়া যেমন একজন ভাল রাজনৈতিক নেতা ছিলেন। তেমনি একজন ভাল মানুষ ছিলেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।