প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্ণাঢ্য সমারোহে বানিয়াচংয়ে ১৪২৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখে নববর্ষকে বরণ করেছে উদীচী। ওই দিন সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মাঠ থেকে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিতভাবে সংগঠনের নিজস্ব ব্যানারে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় উদীচী নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে সমাপ্ত হয়। সেখানে ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ প্রশাসন আয়োজিত সকল অনুষ্ঠানে অংশগ্রহন শেষে উদীচী কার্যালয়ে দিনভর দেশীয় খাবার বিতরণ, নাচ-গান, আড্ডা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং শাখার সভাপতি স্বপ্না রায়, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক শেখ রবিউল আলম সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, সিপিবি নেতা মদরিছ মিয়া, মোর্শেদ মিয়া, মোরসালিন মিয়া, মুকিত মিয়া, সাইফুল মিয়া, আকবর মিয়া, উদীচী নেতা সিদ্ধার্থ শংকর দাশ সিদু, লিটন মিয়া, সেলিম মিয়া, সৃজন দাশ পূর্ণ, সাদিক, অন্তর, নিলয়, অভি, সাদমান প্রমূখ।