নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হিমাংশু দেবের স্ত্রী ও ডিড রাইটার হিমাদ্রী শেখর দেব মিঠুর মাতা খেলা রানী দেবের শ্রাদ্ধানুষ্টান গতকাল শুক্রবার সদর ইউনিয়নের আদিত্যপুর নিজ বাড়ীতে সম্পন্ন হয়েছে। শ্রাদ্ধানুষ্টানে সিলেট এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রীনিবাস দে, অবসরপ্রাপ্ত শিক্ষক রথীন্দ্র লাল দে মুকুল, অরবিন্দু বনিক, উপজেল পুজা উদযাপন কমিটির সহ-সভপতি অশোক তরু দাস, কোষাধ্যক্ষ প্রমথ চক্রবর্তী বেনু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রঙ্গ লাল রায়, দূর্গা চরন রায়, শিক্ষক অরুন দেব, ভানু লাল রায়, শিক্ষক প্রজেশ রায় নিতন, পবিত্র বনিক, পরিমল কুড়ি, শিক্ষক কৃপাসিন্ধু নাথ, শিক্ষক রিপন দে, শিক্ষক সাধীন বনিক, গৌতম কুমার রায়, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডঃ রাজীব কুমার দে তাপস, নৃপেশ দাশ, পার্থ পাল, উৎপল দাশ, শিক্ষক সমীরন দেসহ বিভিন্ন্ শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।