রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

জেলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ মোছাব্বির সভাপতি, জমশেদ সম্পাদক আওয়ামীলীগ ৮, বিএনপির ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২৫৭ ভোট পেয়ে বিজয় লাভ করছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি অ্যাডঃ আব্দুল মোছাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক সভাপতি অ্যাডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান পেয়েছেন ১৮২ ভোট। বিএনপি প্রার্থী অ্যাডঃ নুর খান পান মাত্র ৩৫ ভোট।
Fainal copyসাধারন সম্পাদক পদে বিএনপি প্রার্থী অ্যাডঃ জমশেদ মিয়া ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী অ্যাডঃ লুৎফুর রহমান পেয়েছেন ২২৩ ভোট।
সহ-সভাপতি পদে আওয়ামীলীগের আবুল আজাদ ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির অ্যাডঃ ইলিয়াছ মিয়া পান ১২৭ ভোট এবং স্বতন্ত্র সুধাংশু সূত্রধর পান ১২৫ ভোট।
যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ানী পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডঃ জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম-সাধারণ সম্পাদক ফৌজদারী পদে আওয়ামীলীগের অ্যাডঃ সাইদুজ্জামান সাইদুর ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই পদে প্রতিদ্বন্দ্বি বিএনপির ফেরদৌস আলম ১৫১ এবং বাসদের জুনায়েদ মিয়া ১২২ ভোট পেয়েছেন।
লাইব্রেরী ও পাঠাগার সম্পাদক পদে আওয়ামীলীগের অ্যাডঃ পারভীন আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপির অ্যাডঃ আছকিরুজ্জামান ২৫১ ভোট পেয়ে নির্বাচত হন। তার প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের আশরাফুল আলম খোকন পান ২২৮ ভোট।
সিনিয়র সদস্য পদে বিএনপির আনোয়ার হোসেন ২৯৪ ভোট, আওয়ামীলীগ জোটের নজরুল ইসলাম ২৮১ ভোট, জাবেদ আলী ২৫৫ ভোট ও নির্মল ভট্টাচার্য্য রিংকু ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। পরাজিত প্রার্থীদের মাঝে আওয়ামীলীগের আব্দুল মালেক ২২৫ ভোট, বিএনপির নুরুল হুদা ২২০ ভোট এবং ফারুক মিয়া পান ৯৮ ভোট।
জুনিয়র সদস্য পদে বিজয়ীরা হলেন, বিএনপির শরফুল হুদা (২৭১ ভোট) ও জালাল আহমেদ (২১৬ ভোট) এবং আওয়ামীলীগের বিজিৎ লাল (২৫৮ ভোট)। অন্যান্য প্রার্থীদের মাঝে নজরুল ইসলাম খান ২১৩ ভোট, মাসুক মিয়া ১৭৮ ভোট এবং পংকজ কান্তি গোপ ১০৪ ভোট পান।
গতকাল সকাল ১০টা থেকে ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ৫২৮ জন ভোটারের মাঝে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৭৮ জন। রাত সাড়ে ১০টায় চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com