প্রেস বিজ্ঞপ্তি ॥ পহেলা বৈশাখ উপলক্ষে সম্ভাবনাময় তরুণ গীতিকাব হবিগঞ্জের কৃতিসন্তান আর আই মঞ্জুর কথায় সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত সুর ও সংগীতে মন পিঞ্জিরা শিরোনামে অডিও অ্যালবামটি প্রযোজনা প্রতিষ্ঠান সুরাঞ্জলী থেকে বাজারে এসেছে। আজ থেকে অডিও দোকানগুলো অ্যালবামটি পাওয়া যাবে। এই প্রসঙ্গে আর আই মঞ্জু বলেন, বাংলা গান কে অনেক দূরে নিয়ে জেতে চাই। ইতিপূর্বে একক অ্যালবাম নজরবন্দি, ছুটির ঘন্টা, মিক্সস ঝিরি ঝিরি বৃষ্টি, প্রথম ছোয়া, অনলী রিচি, প্রথম চিটি শ্রোতাদের মন জয় করেছেন। মন পিঞ্জিরা অ্যালবামটি সবার মন জয় করবে বলে আশা করি। সুরকার শাহরিয়ার রাফাতকে ধন্যবাদ জানাই কারন অডিও বাজারের এই দুরবস্থায় এমন একটি সাহসী উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। এই অ্যালবামটি মন পিঞ্জিরা গানটি গেয়েছেন কাজী শুভ। গান গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শাহনাজ বাবু, শাহরিয়ার রাফাত, কিশোর পলাশ, আর আই মনজু, মনির বাউলা, হাসনাত তুষার, তারেক। এরা প্রত্যেকেই অনেক জনপ্রিয় শিল্পী। আশা করি অনেক ভালো কাজ উপহার দিতে পারব। সুরকার শাহরিয়ার রাফাত বলেন, মঞ্জু। অনেক সচেতন গিতি কবি ।
সবচেয়ে বড় কথা হল সে একজন মাটির মানুষ। আর গান হচ্ছে মাটির মানুষদের জন্যই।