এম এ আই সজিব ॥ শহরতলীর ছোট বহুলায় আব্দুল আজিজ হত্যা মামলার এজাহারভূক্ত অন্যতম আসামী জুয়েল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই পার্থ রজ্ঞণ চক্রবর্তী তাকে কালনী গ্রামের তার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ছোট বহুলার মোঃ খুরশেদ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার ছোট বহুলা গ্রামের আব্দুল আাজিজ নামে এক যুুবক দুর্বৃত্তদের হামলা করে তার হাত কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে স্থানীয়রা আব্দুল আজিজকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে আনলে কর্তবরত চিকিৎসক তাকে আশংঙ্কাজনক অবসস্থায় সিলেট প্রেরন করেন। সেখানে আব্দুল আজিজ চিকিৎসাধীন অবস্থায় সিলেটে মারা যায়।
এরপর তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় জুয়েলকেও আসামী করা হয়। এরপর কয়েক মাস পলাতক থাকার পর গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ কালনী নোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।