রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার থেকে ইয়াবা পাচারের সময় অটোরিক্সা সহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-বুধবার সন্ধ্যায় সন্ধ্যায় ধর্মঘর বিওপির হাবিলদার মফিজ উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য পেয়ে ধর্মঘর অটোরিক্সা (সিএনজি) স্ট্যান্ডে অভিযান চালিয়ে (হবিগঞ্জ থ-১১- ৫৯৭৩) নাম্বারের অটোরিক্সা আটক করে এর ভিতর তলাশী চালিয়ে ১০ পিস ইয়াবা সহ উপজেলার বহরা ইউনিয়নের দূলভপুর গ্রামের ওহাব মিয়ার পুত্র শামিম মিয়া (২৪) ও সিদ্দিক মিয়ার পুত্র জাহের মিয়া (২৮) কে আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা ৩ পাচারকারী পালিয়ে যায়।