মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে বুধবার ভোর রাতে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) র অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন জানান, ওইদিন ভোর রাতে ধর্মঘর বিওপির সুবেদার আবু হানিফের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।