শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- বিরামচর গ্রামের জিতু মিয়া, লেনজাপাড়া গ্রামের ফরহাদ, এখলাছ মিয়া, সাগর মিয়া, নিজগাঁও গ্রামের আনোয়ার আলী, বড়চর গ্রামের লুধন মিয়া, উবাহাটা গ্রামের সোহেল ও মহলুল সুনাম গ্রামের সাইফুল। মঙ্গলবার রাতে পৌরএলাকার নিজগাঁও গ্রামের অনু মিয়ার বাড়ীতে একদল জুয়ারী জুয়ার আসর বসায়। গোপন সূত্রে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ভোররাতে জয়ার আসরে অভিযান চালিয়ে উল্লেখিতদের আটক করে। থেকে তাদের আটক করা হয়। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।