প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী নির্দেশিত গঠিত ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন বোর্ডকে কটুক্তিমূলক বক্তব্য এবং বেঙ্গাত্মক ব্যানার ফেস্টুন দিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য এবং মহাসড়ক বন্ধ করে অরাজনৈতিক কর্মকান্ড করার কারণে আওয়ামী লীগের ভাবমুর্তি ও সুনাম ক্ষুন্ন করা সহ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে মাধবপুর উপজেলা আওয়ামলীগের ৩ সহ-সভাপতি, ২ যুগ্ম সস্পাদক, ১ সাংগঠনিক সম্পাদক, মাধবপুর পৌর আওয়ামলীগ সভাপতিসহ ১৬ আওয়ামীলীগ নেতাকে কেন বহিস্কার করা হবে না মর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযুক্ত ১৬ নেতা হচ্ছেন- মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুন নুর, মহিউজ্জামান হারুন ও আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান ও তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, মাধবপুর পৌর আওয়ামী লীগ সভাপতি বেনু রঞ্জন রায়, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ চকদার মাখন, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল হোসেন খান, ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস শহীদ, বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাসাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, আওয়ামীলীগ নেতা সৈয়দ রাসেল, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন খান, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম তালুকদার।
জেলা আওয়ামীলীগের পক্ষে দপ্তর সম্পাদক আলমগীর খান স্বাক্ষরিত পত্রে বলা হয়, মাধবপুর উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত মনোনয়ন বোর্ড গঠিত হয়। নেত্রীর নির্দেশ অনুসারে মাধবপুর উপজেলায় বর্ধিত সভা করে প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের পরামর্শে মনোনয়ন বোর্ড প্রার্থী বাছাই শুরু করে। এই প্রক্রিয়া অব্যাহত থাকা অবস্থায় গত ১০ এপ্রিল মাধবপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র নেতৃত্বে গঠিত বোর্ড সম্পর্কে কটুক্তিমূলক বক্তব্য এবং বেঙ্গাত্মক ব্যানার ফেস্টুন দিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য এবং ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে অরাজনৈতিক কর্মকান্ড করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমুর্তি ও সুনাম ক্ষুন্ন হয়েছে। যা দলীয় শৃংখলা ভঙ্গের শামিল। উল্লেখিত অভিযোগে উল্লেখিত নেতৃবৃন্দকে অভিযুক্ত করে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কেন তাদেরকে বহিষ্কার করা হবে না মর্মে আগামী ১৫ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।