প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কৃষকলীগ ৯নং বাউসা ইউপি শাখার এক বর্ধিত সভা স্থানীয় চৌধুরী বাজারে কৃষকলীগ নেতা শাহ আব্দুল হাসিমের সভাপতিত্বে ও মাতাব উদ্দিন এবং রবীন্দ্র দেবনাথের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি এডঃ শেখ শাহনুর আলম ছানু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরমনি সরকার, বিষ্ণু পদ রায়, সাংগঠনিক সম্পাদক দ্বিজেন্দ্র রায় মহাদেব, ফরহাদুজ্জামান মুহিত, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, সাধারণ সম্পাদন হারুণ মিয়া, আওয়ামীলীগ নেতা জুনেদ হোসেন চৌধুরী, হাজী আব্দুন নুর, মোঃ সাজন মিয়া, মোঃ করম উদ্দিন, ছমরু মিয়া, সোহাগ মিয়া, কৃষকলীগ নেতা সুশীল দেব, সুধাংশু দেব, আমরু মিয়া, আওয়ামীলীগ নেতা চান্দ উল্ল্যা, মাসুক মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শাহ আব্দুল হাসিম কে সভাপতি, মাতাব উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, মোঃ দিলু মিয়াকে সাধারণ সম্পাদক এবং রবীন্দ্র দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বাউসা ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।