প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতার মনোনীত স্বতন্ত্র চেয়ারমান প্রার্থী বজলুর রশিদের সমর্থনে গতকাল সন্ধ্যায় তার নিজবাড়ী ৯নং ওয়ার্ডে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বি হাজী আখলুছ মিয়ার সভাপতিত্বে ও জসিম উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী বজলুর রশিদ। এতে বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান, আব্দুর রহিম, ডাঃ আব্দুল ওয়াদুদ, রেনু মিয়া এবং পরিবারে পক্ষ থেকে বক্তব্য রাখেন বজলুর রশিদের বড় বোন সিলেট জজ কোর্টের বিশিষ্ট আইনজীবি এডঃ জোৎসনা ইসলাম ও তার বড় ভাই সাবেক জেলা জজ মোঃ হারুনুর রশিদের বড় ছেলে ইব্বান রশিদ।
সভায় উপস্থিত জনতা বজলুর রশিদের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে সমার সমাপ্তি হয়।