স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় পুলিশের কাজে বাঁধা প্রদান করায় আটক সাবেক যুবলীগ নেতা ইদু মিয়াসহ ৪ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আটক ব্যক্তিরা হল ঃ ১ম অভিযানে ৩জনকে আটক করে পুলিশ শহীদ মিয়া (৫০), রঞ্জিত শীল (১৮) ও বেনু মিয়া (২৮)। পরে বিশিষ অভিযান আবার চালানো হলে ওই এলাকার মৃত লাল মিয়ার পুত্র যুবলীগের নামধারী নেতা ইদু মিয়া (৫৫)।
পুলিশ জানায়, গত সোমবার রাতে ওই এলাকার জনৈক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালায়। এ সময় উল্লেখিতরা ওই মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।