শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক্টর সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস ওই স্থানে পৌছুলে বিপরিত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসালয়ে প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন পিপিএম এর সত্যতা নিশ্চিত করেছেন।