স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নির্বাচন বাতিলের দাবীতে ১৮ দলীয় জোটের টানা ৪৮ ঘন্টার হরতাল চলছে। গতকাল হরতালের শুরুতেই শহরের শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে পিকেটিং করেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
এদিকে হরতাল চলাকালে শহরের শায়েস্তানগর পয়েন্টে পিকেটিং ও বিক্ষোভ মিছিলে অংশ নেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ ছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, জেলা বিএনপির অর্থ সম্পাদক হাজী এনামুল হক, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, এডভোকেট মুদ্দত আলী, বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, ক্বারী কবির হোসেন, জেলা যুবদল নেতা নুরুল ইসলাম নানু, মহসিন শিকদার, মিজানুর রহমান, আফরোজ আহমেদ, হাবিবুর রহমান স্বপন, আবু ছালেক, সফিকুর রহমান সফিক, শাহ রাজীব আহমেদ রিংগন, আব্দুল হক, শিশ মিয়া, সজলু মিয়া, দুলাল মিয়া, শাহানুর রহমান, সজলু মিয়া, মুনির মিয়া, জুবায়ের আহমেদ, সিজান মিয়া, শেখ ওসমান রনি, এসানুল হক ইমরান, ইলিয়াছ, নয়ন প্রমুখ।