স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরীর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী ও রুহি আহমদের যৌথ পরিচালনায় উক্ত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ-বাহুবল নিবাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌুরী রিপন, গ্রামের বিশিষ্ঠ মুরুব্বি আব্দুল গফ্ফার মিয়া, আব্দুল কাদির, নজির মিয়া, আঃ মুকিদ, রফিজ মিয়া, সেনু চৌধুরী, ইজাজ মিয়া, জাকারিয়া আহমেদ, হুমায়ুন আহমেদ, রুমান চৌধুরী, রুহিন মিয়া, জাহাঙ্গীর চৌধুরী, মোতাহের আহমেদ, সফিল মিয়া, সৌরভ প্রমুখ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি খনকারীপাড়া গ্রামের ফুটবল খেলার মাঠ সংস্কারে ৫০ হাজার টাকা ও খনকারীপাড়া জামে মসজিদের সৌর বিদ্যুৎ প্রদানের ঘোষনা করেন। এ সময় তিনি তার বক্তব্যে আরো বলেন, সংশ্লিষ্ঠ গ্রাম এলাকার রাস্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।