প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের গোপলার বাজার গ্রোথ সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এ উপলে গতকাল শনিবার দুপুরে সংস্কারের কাজ উদ্বোধন করেন দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ মোঃ জাবেদ আলী। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা উপ-প্রকৌশলী ফরিদ আহমেদ, গোপলার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী গোলাম মোস্তফা, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আহমদ হোসেন, ব্যবসায়ী আব্দুস ছবুর, আবুল হোসেন, বৈঠাকাল মাদ্রাসার পিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম সহ বাজার ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী।
উল্লেখ্য, ওই বাজারের মাছ বাজার, সবজি বাজার, সুটকি বাজার সহ বাজারের অলিগলির পূর্ন সংস্কারের কাজের জন্য ৩৫ লাখ টাকা এমপি বরাদ্দের এসেছে।