প্রেস বিজ্ঞপ্তি ॥ নকল নবিশ হবিগঞ্জ জেলা শাখার এক সাধারণ সভা শনিবার জেলা রেজিস্ট্রার অফিসে অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মোঃ তাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম রুয়েল। বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা স্বপন ঘোষ, সালেহ আহমদ, আবু তাহের খান, আমিনুল ইসলাম মিশু, নূর আলম, মীর নেওয়াজ মুর্শেদ মিয়া, নিরঞ্জন দাশ, বিশ্বজিত, মনির মিয়া, মহিউদ্দিন, মোঃ আমীর, দরবেশ আলী, ফরিদ আহমেদ রেজা, অসীম কুমার রায় প্রমুখ।
সভায় ১২ ও ১৩ এপ্রিল কালো ব্যাজ ধারণ, ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের সব জেলা সদর অফিসে মানববন্ধন, ১৮ থেকে ২০ এপ্রিল সব জেলা ও সাবরেজিস্ট্রি অফিসে অর্ধদিবস কলম বিরতিসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।