চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগে একাধিক প্রার্থী থাকলেও একজনকেই নৌকা দেওয়া হবে। নির্বাচনে সবাইকে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে একসাথে কাজ করতে হবে। কোন ভাবেই বিদ্রোহী কিংবা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না। দলের বিরুদ্ধে অবস্থান নিলেই বহিস্কার। তিনি দলের সিদ্ধান্ত মেনে তৃণমূলের সবাইকে একযোগে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সুবিধাকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার পরিষদের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ এম আকবর হোসেইন জিতুর সভপতিত্বে ও সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান, চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, জাকির হোসেন চৌধুরী অসীম, যুগ্ম সাধারন সম্পাদক এডঃ সালেহ আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ প্রমুখ। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ, রুশন খান, আঃ লতিব, আলহাজ্ব শামছুন নাহার চৌধুরী. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, রজব আলী, ওয়াহেদ আলী মাষ্টার, যুগ্ম সম্পাদক আনোযার আলী, নিজামুল হক রানা, শামছুজ্জ¥ান শামীম, আব্দুল হাই, সুজিত দেব, আঃ সামাদ মাস্টার, আবুল খয়ের, লুৎফুর রহমান চৌধুরী, কে এম আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফুল আলম রুবেল, শাহাজাহান চৌধুরী, মুজিবুর রহমান, বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রীমকলীগ, কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন। বর্ধিত সভায় বিভিন্ন ইউনিয়নের দুই সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির বলেন, আওয়ামী লীগে একাধিক প্রার্থী থাকলেও একজনকেই নৌকা দেওয়া হবে। নির্বাচনে সবাইকে দলের সিদ্ধান্ত মেনে একসাথে কাজ করতে হবে। কোন ভাবেই বিদ্রোহী কিংবা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না। দলের বিরুদ্ধে অবস্থান নিলেই বহিস্কার। তিনি দলের সিদ্ধান্ত মেনে তৃণমুলের সবাইকে একযোগে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি ও মাধবপুর-চুনারুঘাটের এমপি মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মানতে হবে। দলের বাইরে কাজ করা কিংবা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না। নৌকা থেকে সরে গিয়ে নৌকার বিপক্ষে অবস্থান নিলে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিস্কার করা হবে।