রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার কায়সার নগর এলাকায় শনিবার সন্ধ্যায় দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় শিউলি আক্তার (১৪) নামে এক কিশোরী মৃত্যুবরন করেছেন। এ ঘটনায় অপর দু’জন আহত হয়েছে। নিহত শিউলি উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের সুরুজ আলীর মেয়ে ও জগদীশপুর আরএকে মসফ্লাই কোম্পানীর শ্রমিক। পুলিশ সূত্রে জানা যায়- শনিবার সন্ধ্যায় শিউলি কাজ শেষে ফ্যাক্টরী থেকে বাসায় ফেরার পথে কায়সার নগর এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৪-১৯৩১) চাপা দিলে ঘটনাস্থলেই শিউলি নিহত হয় এবং তানজিনা আক্তার (৫), সৈয়দা বেগম (৩০), সিরাজ মিয়া (৭০) গুরুত্বর আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।