মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মনতলা তেমুনিয়া এলাকা থেকে ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মফিজুল ইসলাম ওই এলাকায় একটি সিএনজি তল্লাশী করে দু’মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের তল্লাশী করে অভিনব কায়দায় শরীরের সাথে বাধাঁ অবস্থায় ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেন। আটককৃতরা হল ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার দূর্গানগর গ্রামের তাজুল ইসলামের ছেলে হুমায়ুন মিয়া (৩২) ও একই গ্রামের রফিক মিয়ার ছেলে তোফাজ্জ্বল হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।