প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় খোয়াই থিয়েটার মিলনায়তনে আসছে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খোয়াই থিয়েটারের আহ্বানে থিয়েটার সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ইয়াছিন খাঁর সঞ্চালনায় উক্ত সভায় শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী পহেলা বৈশাখ সকাল ১০টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গনে শোভাযাত্রার উদ্বোধন করবেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। শহর প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে এসে শোভাযাত্রাটি শেষ হবে। এতে অংশ নিচ্ছে খোয়াই থিয়েটার, উদিচী শিল্পী গোষ্ঠী, সুন্দরম, ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব, বর্ণমালা খেলাঘর আসর, আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব, ব্যাঞ্জনবর্ণ সাংস্কৃতিক ক্লাব, কবিতা পরিষদ, নাট্যভাষ্কর পর্ষদ, নাট্যমেলা, ঐতিহ্য ফিল্ম সোসাইটি, সন্ধান সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন আয়োজকরা।