নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু’র সাথে ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলকার স্থানীয় যুবকরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎ শেষে এক মতবিনিময় সভায় স্থানীয় মধ্যসমত গ্রামের রাস্তা নির্মাণসহ স্থানীয় এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তোফাজ্জুল হোসেন, মোঃ কামাল হোসেন, শাহীজুল আহমদ, খোকন আহমদ, আলম আহমেদ, জুয়েল আহমেদ, রুবেল আহমদ, আজিজুল আহমদ প্রমুখ। মতবিনিময় সভা এমপি মুনিম চৌধুরী তার বক্তব্যে বলেন, ইনাতগঞ্জের মধ্যসমত গ্রামের রাস্তা নির্মাণের প্রতিশ্র“তি সহ এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস প্রদান করেন।