এক্সপ্রেস ডেস্ক ॥ ৫ জানুয়ারির নির্বাচনের পর অনেকটাই কোনঠাসা বিএনপির রাজনীতি ঠিক কোনে পথে ক্ষমতার মুখ দেখবে। কোন প্রক্রিয়া আর কৌশলে তারা বর্তমান রাজনীতিকে মোকাবেলা করবে। বৃহস্পতিবার আমাদের সময় ডটকম এর নিয়মিত ‘বৈঠক’ অনুষ্ঠানের আলোচনায় এই কথা গুলোই উঠে আসে। আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আযম।
বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল নিয়ে বেশ কিছু প্রশ্নের সম্মুখিন হন এই নেতা। প্রশ্নগুলো বিএনপির রাজনৈতিক সফলতা ও ব্যর্থতার জন্য গুরুত্বপূর্ণ। রাজনীতি এমন একটি খেলা যার জন্য নির্দিষ্ট কোন ধরাবাধা সময় নেই। ক্ষমতার রাজনীতিতে দেশে ঘটে যাওয়া প্রতিটি ইস্যুই গুরুত্বপূর্ণ। কোন দল কোন ইস্যুকে কাজে লাগিয়ে কতটা রাজনৈতিক সুবিধা আদায় করে নিচ্ছে তার উপরেই নির্ভর করে দলটি রাজনৈতিকভাবে কতটা স্মার্ট। তবে বিএনপির বিগত কিছুদিনের কর্মকান্ড তাদের স্মার্টনেসকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার ঐক্যমত্যের সরকারের আহবানে যদি খালেদা জিয়া সারা দিতেন তাহলে কোনওভাবে একটা সুন্দর সমাধানে পৌছানো যেত।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ৪৮ ঘন্টার আল্টিমেটাম চলাকালে শেখ হাসিনা যখন খালেদা জিয়াকে টেলিফোনে আন্দোলন থেকে সরে এসে আলোচনার আহবান জানান তখনও সেই আহবানে বিএনপির সারা দেয়ার প্রয়োজন ছিলো বলে মনে করেন অনেকে। এছাড়া আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শোক প্রকাশের জন্য খালেদা জিয়ার বাসার সামনে উপস্থিত হলেন তখন বিএনপির উচিত ছিলো শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো। তার বদলে শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ির গেটের বাইরে ৫ মিনিট অপেক্ষা করে চলে যান। ব্যপারটি দৃষ্টিকটু ছিলো। এটি রাজনৈতিকভাবে বিএনপি পরাজিত হয়েছে বলেও মনে করেন অনেকে।
এরকম একটার পর একটা ভুল সিদ্ধান্ত বিএনপিকে রাজনৈতিকভাবে পিছিয়ে দিয়েছে কিনা এমন প্রশ্নও করেন বৈঠকে উপস্থিত সাংবাদিকরা। এই প্রশ্নগুলোর উত্তরে বিএনপির সিদ্ধান্তগুলো সঠিক ছিলো বলেন মন্তব্য করেন আহমদ আযম। ঘটনাগুলোর বিশ্লেষণ করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রধান উদ্দেশ্যই ছিলো বিএনপিকে নির্বাচন থেকে দুরে রাখা। শেখ হাসিনার জাতীয় সরকারের ডাক ছিলো তারই একটা অংশ। জাতীয় সরকারের রুপরেখায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিএনপিকে দেয়ার প্রস্তাব ছিলো। কিন্তু প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনা থাকলে নির্বাচন কখনোই শুষ্ঠু হতো না। আরাফাত কোকোর মৃত্যুর পর খালেদা জিয়ার বাসার গেট থেকে শেখ হাসিনার ফিরে আসার বিষয়টিও সম্পর্কে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে তিনি সেদিন শোক প্রকাশ করার জন্য আমাদের নেত্রীর বাসায় এসেছিলেন। এবং আমি অত্যন্ত দুঃখিত যে তাকে দরজার বাইরে থেকে ফিরত যেতে হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে এর জন্য দুঃখও প্রকাশ করেছি। সেদিন খালেদা জিয়া পুত্রশোকে কাতর ছিলেন। তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিলো। এমন অবস্থায় শেখ হাসিনা যখন শিমুল বিশ্বাসকে ফোন দিয়ে বলেন যে তিনি আসছেন তখন শিমুল বিশ্বাস এক ঘণ্টা পরে আসার জন্য শেখ হাসিনাকে অনুরোধ করেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই শেখ হাসিনা উপস্থিত হন।
বৈঠকে উপস্থিত আমাদের সময় ডটকমের সম্পাদক নাঈমুল ইসলাম খান তখন প্রশ্ন করেন, বিএনপির কোন নেতাই কি তখন শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে পারতেন না। উত্তরে আহমদ আযম বলেন তখন আমরা বুঝতেই পারিনি যে শেখ হাসিনা এতো তাড়াতাড়ি উপস্থিত হবেন। আলোচনায় বিএনপির বর্তমান ও ভবিষ্যত রাজনীতি কোন পথে চলবে সেই বিষয়টি উঠে আসে। বিএনপির নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যেই দাবি সেটি কিভাবে বাস্তবায়ন করবে? বিএনপি আবারও আন্দোলনের দিকে যাবে কিনা এসব কথাও উঠে আসে।
সম্প্রতি তনু হত্যা থেকে শুরু করে অনেকগুলো জাতীয় ইস্যুতেই বিএনপি দীর্ঘদিন কোন কর্মসূচি পালন করেনি। এমন অবস্থায় নিরপেক্ষ নির্বাচনের দাবি টি সরকার কেন মূল্যায়ন করবে। কেনই বা বিএনপিকে আলোচনার জন্য ডাকবে। কেনইবা বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার জন্য চেষ্টা করবে। এমন প্রশ্নের উত্তরে আহমদ আযম বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন জেল জুলুম নির্যাতন অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন হয়েছে যে, এখানে সামান্য মিছিল করলেও পুলিশ গুলি করে মানুষ মারে। কিন্তু এর জন্য আবার বিএনপিকেই দোষ দেয়া হয়। বলা হয় পূর্ব অনুমতি না মিছিল না করাতেই এই ঘটনা ঘটেছে। বিএনপির নেতা কর্মীদের পরিবার মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। এমন অবস্থায় একটা আন্দোলন গড়ে তোলা কষ্টকর।
তবে আওয়ামী লীগকে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশই বিএনপিকে সাথে নিতে হবে। এটি আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপিকে নির্বাচনে আনা নয়। সব দলের সাথে আলোচনার দায়িত্ব সরকারের। জনগণ যেন ঠিকমতো ভোট দিতে পারে সেই দায়িত্বও সরকারের। তাই সরকার তার নৈতিক দায়িত্ববোধ থেকেই সব দলের সাথে আলোচনা করবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে।