শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে নবীগঞ্জে গভীর রাতে তরুণের বাড়িতে তরুনী ॥ তরুণের রহস্যজনক মৃত্যু নবীগঞ্জ করগাও ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ॥ ৭১ সদস্য কমিটির ৫৪ জনই অনুপস্থিত ইকরামের আখড়া’র জায়গা দখলের চেষ্টা ও গাছ কর্তন নিয়ে উত্তেজনা সাংবাদিক হাকিমের ভাইর মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দের শোক মাধবপুরে সরকারী বাউন্ডারি ভেঙ্গে কোটি টাকার ভূমি দখলের চেষ্টা জুমার খুৎবায় সৈয়দ আজহার আহমাদ এবাদ ॥ কর্মে ফাঁকি দিয়ে অর্থ উপার্জন হারাম লাখাইয়ে মাদক মামলার আসামি সোহাগ গ্রেপ্তার শহরে ড্রেনের উপর মাটি ভরাট করে দোকান নির্মাণ ॥ পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা

গ্রাম আদালত প্রতিষ্ঠায় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ধন মিয়ার সফলতা

  • আপডেট টাইম রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪
  • ৪৪৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ স্বল্প সময়ে স্বল্প খরচে সুবিচার প্রাপ্তি দেখে গ্রাম আদালতের প্রতি ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নের জনসাধারণের আস্থা ও আগ্রহ বেড়ে চলেছে।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে কঠোর মনোভাব নিয়ে ন্যায় বিচার করাই জনগণের আগ্রহ বৃদ্ধির কারণ। তার কৃতকর্মের মাধ্যমে জনগণের সন্তুষ্টি লাভ করতে পারায় জনদরদী এই মুক্তিযোদ্ধা ৬ বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন সক্ষম হয়েছেন। সর্বশেষ ২০১১ সালের ৮ অক্টোবর চেয়ারম্যান পদে দায়িত্ব নেয়ার পর থেকে গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তিনি গ্রাম আদালতের বিচারক হিসাবে ৩৩৭টি মামলা গ্রহণ করেন। তন্মধ্যে ৩২৩টি মামলা নিস্পত্তি করে বর্তমানে মাত্র ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, ৯৪টি রায়ের মাধ্যমে ও ১৭৫টি আপোষের মাধ্যমে এবং ৫৪টি খারিজ করে দিয়ে নিষ্পত্তি করা হয়েছে। রায় দেয়া মামলাগুলোর মধ্যে ১৫টির রায় মালামাল ক্রোকের মাধ্যমে কার্যকর করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় গ্রাম আদালত অবমাননার দায়ে ৫শ টাকা করে জরিমানা আদায় করার ঘটনাও ঘটেছে। বিভিন্ন মামলার বাদী ও বিবাদীদের মধ্যে ঘাগড়াকোনা গ্রামের মৃত দরবেশ উল্লার পুত্র জাকির মিয়া, একই গ্রামের নাছির মিয়ার স্ত্রী আছিয়া বেগম, কুতুবখানী গ্রামের মৃত আতাব লস্করের পুত্র জুনাব লস্কর, একই গ্রামের মুনাফ লস্করের স্ত্রী রানু বেগম, দোকান টুলা গ্রামের মৃত ছন্নার খান এর কন্যা ফাতেমা বেগম, গরীব হোসেন মহল্লা গ্রামের মৃত আব্দুল বারিক এর পুত্র আব্দুর রউফ, আমীরখানী গ্রামের মৃত মোতাহের মিয়ার স্ত্রী রাজিয়া খাতুন, তোপখানা গ্রামের মৃত মামদ শফির পুত্র আশরাফ হোসেনসহ অনেকেই স্বল্প সময়ে ও স্বল্প খরচে সুবিচার পেয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান। তারা বলেন, গ্রাম আদালতের প্রতি এই ইউনিয়নের জনসাধারণের যে আস্থা এবং আগ্রহ তা অন্যান্য ইউনিয়নের তুলনায় অত্যন্ত বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com