প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সাবিনা আলম উমাসা পরীক্ষা শচীন্দ্র কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজী ১ম পত্রের পরীক্ষা হল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সাবিনা আলম শচীন্দ্র কলেজে পরীক্ষা চলাকালীন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। কলেজের বিশাল পুকুর এবং কলেজ ক্যাম্পাসের মনোরম প্রাকৃতিক দৃশ্য তার দৃষ্ঠি আকর্ষণ করে। তিনি পুকুরের পাড় রক্ষায় প্রয়োজনে চার দিকে গাইড ওয়াল নির্মাণ করে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার পরামর্শ দেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা দেবাষীশ দেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা প্রমূখ।