নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শ্মশানের জায়গা দখলের অভিযোগে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলা উদ্দিন উপজেলার পাঞ্জারাই গ্রামের রেজান ক্বারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় বছর খানেক পূর্বে উপজেলার করগাওঁ ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের সনাতন ধর্মালম্বীদের মালিকানাধীন শ্মশান ঘাটের প্রায় ১ একর ২১ শতক ভূমি একই গ্রামের প্রভাবশালী রেজান ক্বারীর ছেলে আলা উদ্দিন গংরা জবর দখল করে। এ ব্যাপারে গৌবিন্দ্র শব্দকর এর ছেলে উমেষ শব্দকর বাদী হয়ে দখলদার আলা উদ্দিন, হাবিবুর রহমান ও আল আমীনের বিরুদ্ধে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি থানায় তদন্তের জন্য দিলে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন দাখিলের পর বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল খয়ের এর নেতৃত্বে একদল পুলিশ নিজ বাড়ি থেকে আলা উদ্দিনকে গ্রেফতার করে।