স্টাফ রিপোর্টার ॥ দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক নোমান চৌধুরী আর নেই। তিনি গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২ টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি………রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রেখে গেছেন। গতকাল বাদ আছর হবিগঞ্জ শহরের টাইন মসজিদে প্রথম জানাযা এবং গ্রামের বাড়ি সদর উপজেলার দরিয়াপুর জামে মসজিদে বাদ মাগরিব দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে নোমান চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে শহরের সিনেমা হল এলাকায় অবস্থিত হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন। পরে মৃতদেহ মুরহুমের মাষ্টার কোয়াটারস্থ বাসভবনে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যু পেয়ে এক নজর দেখার জন্য সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ছুটে আসেন। বাদ আছর শহরের চাঁন মিয়া মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা নামাজে আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, মনসুর উদ্দিন ইকবাল, সফিকুর রহমান চৌধুরী, হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা রফিক, আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, মোহাম্মদ নাহিজ, দৈনিক প্রতিদিনের বানী সম্পাদক শাবান মিয়া, দৈনিক সমাচার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী শওকত, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, সাংবাদিক এম এ মজিদ, খন্দকার নাসির উদ্দিন, শাকিল চৌধুরী, পাবেল খান চৌধুরী, মোঃ ছানু মিয়া, সুরুজ আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের শোক
প্রেস বিজ্ঞপ্তি ॥ দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদক নোমান চৌধুরীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তারা তার রোহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সাংবাদিক ফোরামের শোক
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে প্রখ্যাত সাংবাদিক, দৈনিক প্রভাকর পত্রিকার প্রকাশক ও সম্পাদক নোমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ। এক বিবৃতিতে ফোরাম সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল। ফোরাম পরিবারের পক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
লায়ন্স ক্লাবের শোক
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে প্রখ্যাত সাংবাদিক নোমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইন্টার ন্যাশনাল লায়ন্স ক্লাবের সভাপতি এস এম বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।