স্টাফ রিপোর্টার ॥ দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদক নোমান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এমপি আবু জাহির বলেন, নোমান চৌধুরী ছিলেন হবিগঞ্জের সংবাদপত্র জগতের কিংবদন্তী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে হবিগঞ্জবাসী এক নির্ভীক সৎ-সাহসী সাংবাদিককে হারালো।