হবিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদক মরহুম নোমান চৌধুরী ছেলে নাঈম চৌধুরীর হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে ২০ হাজার টাকা তুলে দেয়া হয়েছে। ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান গতকাল বিকেল তার বাসভবনে নগদ এ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, সদস্য সফিকুল আলম চৌধুরী, সাংবাদিক আবু হাসিব খান চৌধুরী পাবেল, শাকিল চৌধুরী।