প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রথমবারের মত পিঠা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান মোর্শেদা বর চৌধুরী নাজনীনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রমজান আলীর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর খন্দকার, মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ নজমুল হক। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ তোফাজ্জল আলী, হামিদা আক্তার, আব্দুল হাকিম, আব্দুল হামিদ, গিয়াস উদ্দিন আহমদ, জগলুল হায়ধার, মোঃ শরীফুল উদ্দিন, মোঃ তোফাজ্জল হোসেন, আব্দুল জলিল রনি, আ ফ ম ফখরুদ্দিন। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সামিউর রহমান রুমেল, মোঃ জাকারিয়া রুবেল, বায়োজিদ আহমেদ খান।