স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ হাওর অঞ্চল হিসেবে খ্যাত বোরো শস্যের অফুরন্ত ভান্ডার হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের হাওরে উৎসব মুখর পরিবেশে শস্য কর্তন শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ১০ নং সুবিদপুর ইউনিয়নের সুনারু ব্লকের হাওরে শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় ব্রি-ধান ২৮ ধানী জমিতে ধান কেটে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণস অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ শাহ আলম। এসময় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বশির আহমেদ সরকার, উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষিকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫-২০১৬ অর্থ বছরে রবি মৌসুমের বোরো ধানের লক্ষমাত্রা ছিল ৩৫ হাজার ৫শত ৩৫ হেক্টর। তন্মধ্যে অর্জিত হয়েছে ৩৫ হাজার ৬শত ২০ হেক্টর। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ জানান, অনেক অনাবাদি জমি আবাদের আওতায় আসায় লক্ষমাত্রার চেয়ে এবার বেশী অর্জিত হয়েছে। তিনি আরো জানান, ব্রি-ধান ২৮ জমিতে হেক্টর প্রতি ফলন হয়েছে ৫.৫ মেট্রিক টন।