স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে বিএনপি দলীয় প্রার্থী মনোনীত করেছে উপজেলা মনোনয়ন ও সিলেকশন বোর্ড। ৫ ইউনিয়নের প্রার্থীদের তালিকা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিকট প্রেরণ করা হয়েছে। দুয়েক দিনের মধ্যেই বেগম খালেদা জিয়া প্রার্থীদের চূড়ান্তভাবে অনুমোদন দেবেন। বাকি ১টি ইউনিয়নে আগামী কয়েক দিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপি মনোনয়ন বোর্ড জানায়, দলীয় প্রার্থী মনোনীত করতে এক মাস ধরে বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভার মাধ্যমে তৃণমূলের মতামত গ্রহণ করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাত নেয় বিএনপি মনোনয়ন বোর্ড। বর্ধিত সভা মনোনয়ন বোর্ড উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল ও স্ব-স্ব ইউনিয়ন বিএনপি সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে সম্মিলিতভাবে ৬টি ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়।
৫টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম চূড়ান্ত করে ঢাকায় দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রেরণ করা হয়েছে তারা হলেন-১নং লাখাই ইউনিয়নে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ রূপন, ৩নং মুড়িয়াউক ইউনিয়নের আবু লাল মিয়া, ৪নং বামৈ ইউনিয়নে শেখ মোঃ ফরিদ মিয়া, ৫নং করার ইউনিয়নের উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নূরুল আমীন চৌধুরী, ৬নং বুল্লা ইউনিয়নে হবিগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ টিপু। দলীয় সূত্র জানায়, দুয়েক দিনের মধ্যে মুড়াকড়ি ইউনিয়নে বিএনপি প্রার্থী চূড়ান্ত করে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে প্রেরণ করা হবে।