শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

আজমিরীগঞ্জে শান্তিপূর্ণ ভোট গ্রহণ ॥ সব ইউনিয়নেই আওয়ামীলীগের জয় ॥ বিএনপির ভরাডুবি ॥ শিবপাশা ও জলসুখা ইউনিয়নের ভোট পুনগণনার দাবী

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
  • ৮৪০ বা পড়া হয়েছে

আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার সব ক’টি কেন্দ্রকেই ঝুকিপূর্ণ বলা হলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুন্দরভাবেই শেষ হয়েছে ভোট গ্রহণ। থেমে থেমে বৃষ্টি হলেও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক। প্রায় ৮০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচনে ৫টি ইউনিয়নের ৩টিতে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে। ২টিতে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিএনপির সকল  প্রার্থীর ভরাডুবি হয়েছে।
DSC01065 copyনির্বাচিত ৫ জন চেয়ারম্যান হচ্ছেন-আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে আব্দুল কদ্দুছ মিয়া সেন, বদলপুর ইউনিয়নে সুশেনজিৎ চৌধুরী, জলসুখা ইউনিয়নে ফয়েজ মিয়া খেলু, কাকাইলছেও ইউনিয়নে নুরুল হক ভুইয়া ও শিবপাশা ইউনিয়নে আলী  আমজাদ তালুকদার।
এদিকে জলসুখা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী এম কাদির সামছু ৩টি কেন্দ্রের ফলাফল পাননি দাবী করে পুরো ইউনিয়নের ভোট পুণগনার দাবী জানান।
অপর দিকে শিবপাশা ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রেহী প্রার্থী নলিউর রহমান তালুকদার ৭নং ওয়ার্ডের ফলাফল পাননি উল্লেখ DSC01070 copyকরে পুরো ইউনিয়নের পুনগণনার দাবী জানিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসিমের নিকট গতকাল রাতে লিখিতভাবে তারা এ আবেদন জানান।
হবিগঞ্জের ভাটি অঞ্চল খ্যাত আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়নেই সকাল থেকেই শুরু হয় দীর্ঘ লাইন। দুপুরে কিছুটা কম থাকলেও শেষ বিকেল পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নতুন ভোটার প্রথমে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে এসে আনন্দ উল্লাস করেন। বয়স্করা ভোট দিতে এসে ভোটারদের উপস্থিতি দেখে ধৈর্য্য হারা হয়ে পড়েন। বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের টেলাগাড়ী ও কাঁদে করে নিয়ে আসেন। অসুস্থ্য রোগীরা ভোট কেন্দ্রে এসে স্বজনদের সহায়তায় ভোট প্রদান করেছেন। দুপুরে কাকাইলছেও ইউনিয়নের আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পর কেন্দ্রে প্রভাব বিস্তার ও বুথে অবৈধভাবে অবস্থান করায় আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল হক ভূইয়ার ছেলে তোফায়েল ভূইয়াকে আটক করে পুলিশ। পরে অবশ্য থাকে ছেড়ে দেয়া হয়। ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় ৮ পুলিং এজেন্টের মোবাইল জব্দ করে ভ্রাম্যমান আদালত। তবে প্রতিটি ইউনিয়নের ভোটাররা নির্বিগ্নে তাদের ভোটাদিকার প্রয়োগ করতে পারায় প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান। নির্বাচনে ৫টি ইউনিয়নে ৫১ হাজার ৪৩৯ জন নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৮৮৭টি ভোট বাতিল হয়ে যায়। ভোট গণনার পর উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসিম, প্রকৌশলী আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা এহতেসাম রাসূলে হায়দার আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা দেন।
নির্বাচনে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রাপ্ত ভোট দেয়া হলো-
DSC01095 copyআজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ঃ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল কদ্দুছ মিয়া সেন (নৌকা) ১ হাজার ৮৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী ইসমাঈল হোসেন সরশ (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৩৭৭ ভোট। এছাড়া আব্দুল আউয়াল (মোটর সাইকেল) ৫৫৩ ভোট। মশক আলী (অটোরিক্রা) ৫২১ ভোট। রওশন আলী (আনারস) ৪৮২ ভোট এবং হুমায়ূন কবীর (ঘোড়া) ১৪৪ ভোট পেয়েছেন।
বদলপুর ইউনিয়ন ঃ আওয়ামীলীগ মনোনীত সুশেনজিৎ চৌধুরী  (নৌকা) ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তুষার কান্তি দাস মনু (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ২৮ ভোট। এছাড়া প্রেমতোষ চৌধুরী (মোটর সাইকেল) ১ হাজার ৫৬০ ভোট, বিএনপির প্রার্থী রমাকান্ত সরকার (ধানের শীষ) ৫৬১ ভোট ও জাতীয় প্রার্টির প্রবির চন্দ্র দাস (লাঙ্গল) পেয়েছেন ১৪৮ ভোট।
জলসুখা ইউনিয়ন ঃ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফয়েজ মিয়া খেলু (মোটর সাইকেল) ৩ হাজার ৬১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদির সামছু (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৪৯১ ভোট। বিএনপির মনোনিত প্রার্থী আবু আলী ইছাক চৌধুরী দিলু (ধানের শীষ) ৯৮৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী আব্দুর নূর (ঘোড়া) ১৩৩ ভোট।
কাকাইলছেও ইউনিয়ন ঃ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল হক ভুইয়া (নৌকা) ৭ হাজার ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী মফিল মিয়া (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৪৬০ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল মীর (আনারস) ১ হাজার ৪৭৮ ভোট।
শিবপাশা ইউনিয়ন ঃ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলী আমজাদ তালুকদার (আনারস) ৩ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী নলিউর রহমান তালুকদার (মোটর সাইকেল) পেয়েছেন ৩ হাজার ৫৯৮ ভোট। আওয়ামীলীগের প্রার্থী তকছির মিয়া (নৌকা) ২ হাজার ৫৬৯ ভোট, বিএনপির প্রার্থী ছাদেকুল আমীন চৌধুরী (ধানের শীষ) ১ হাজার ৬৬৮ ভোট, খেলাফত মজলিসের প্রার্থী খেলু মিয়া (দেয়াল ঘড়ি) ৭১৯ ভোট এবং জামায়েতের প্রার্থী নূরুল হক (ঘোড়) ২৭৩ ভোট।
আজমিরীগঞ্জ উপজেলার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ডাঃ এ কে এম সাইফুল ইসলাম জানান, জেলার প্রথম নির্বাচন নিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল। তবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হওয়ায় সবার মাঝে স্বস্তি দেখা গেছে।
সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, সকলের প্রচেষ্টায় আজিমরীগঞ্জ উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্ভব হয়েছে। এই ধারা জেলার অন্য ৭টি উপজেলায়ও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com