সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

মা-মনি কার্যালয়ে নারী কেলেংকারী ॥ রহস্যময়ী যুবতী ফারহানা রিমাকে খোঁজছে পুলিশ

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের পিটিআই সড়কে অবস্থিত ‘মা’ মনির জেলা অফিসে অসামাজিক কাজ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে অফিসের কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে ছুরিকাঘাতে আহত কর্মচারী রাজুর অবস্থার কিছুটা উন্নতি হলেও অপর কর্মচারী শিমুল গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে ঘটনার পর থেকেই হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু ঘটনার নেপথ্যে থাকা যুবতী ফারহানা আক্তার রিমাকে খোঁজছে পুলিশ। তাকে আটক করতে পারলেই মূল রহস্য উদঘাটন সম্ভব হবে মনে করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত কর্মচারী শিমুল জানায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের হারিছ উদ্দিনের পুত্র নজরুল ইসলামের কন্যা ফারহানা আক্তারকে রিমাকে সম্প্রতি সে মা-মনি অফিসে মাষ্টাররোলে চাকুরি পাইয়ে দেয়। এ সুবাদে রিমার সাথে অফিসের কর্মচারী রাজু আহমেদসহ বেশ কয়েকজন যুবকের সখ্যতা গড়ে উঠে। ঘটনার দিন শিমুল আর রিমা নয়, বরং রাজু আর রিমা অসামাজিক কাজে লিপ্ত হয়েছিল। বিষয়টি দেখে ফেলায় দুজনের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে দুজনই আহত হয়। এ সময় অবস্থা বেগতিক দেখে রিমা নামের ওই যুবতী সটকে পড়ে। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ রয়েছে। পুলিশ আহত রাজুর নিকট থেকে ৩ নম্বর লেখা আইডি কার্ড জব্দ করে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই মূল রহস্য উদঘাটিত হবে।
জানা যায়, ইতোপূর্বে রিমার অসামাজিক কার্যকলাপ সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায় বেশ কয়েকবার সংবাদ প্রকাশ হয়।
সে সূত্রে জানা যায়, রিমা স্টাফ কোয়ার্টার এলাকার সরকারি কোর্য়াটারে তার পরিবার নিয়ে বসবাস করতো। এখানে অসামাজিক কাজের বিষয়টি ধরা পড়লে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দেয়া হয়। পরবর্তীতে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার সরকারি কোয়ার্টার এবং পরবর্তীতে ধুলিয়াখাল কারাগার কোয়ার্টারে বসবাস করলে সেখানেও একই কারণে বিতাড়িত করা হয়। এরপর তারা গ্রামের বাড়িতে আত্মগোপনে চলে যায় এবং পরে রিমা মা-মনিতে চাকুরী নেয়। এ নিয়ে শহরে মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে খুন খারাবীর ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, গত বুধবার পিটিআই রোডস্থ মা-মনির অফিসে রাজু আহমেদ নামের ওই কর্মচারীকে শিমুল নামের আরেক কর্মচারী ছুরিকাঘাত করে আহত করে। এ সময় রাজু জানায়, রিমার সাথে শিমুলই অসামাজিক কাজে লিপ্ত হয়েছিল। তাদের আপত্তিকর দৃশ্যটি দেখে ফেলায় শিমুল ক্ষিপ্ত হয়ে তার গলায় ছুরিকাঘাত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com