শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

বদলে যাচ্ছে হবিগঞ্জ, গড়ে উঠছে শিল্প কারখানা ॥ একদিকে সোনালী দিনের হাতছানি অন্যদিকে পরিবেশ বিপর্যয়ের অশনিসংকেত

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
  • ১৫৭৫ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ বদলে যাচ্ছে হবিগঞ্জ। ধানের জমি ভেদ করে প্রায় ৮৫ কিলোমিটার এলাকা জুড়ে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে বিশাল বিশাল শিল্প কারখানা। পাশাপাশি সরকারি উদ্যোগে চুনারুঘাটে ৫ শ ১১ একর জমিতে ও শেরপুর এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
গ্যাস, বিদুৎ ও যোগাযোগ, এই তিন খাত শিল্পকারখানা গড়ার উপযোগীসহ শিল্পবান্ধব পরিবেশের কারণে এই জেলা বেছে নিচ্ছে বহুজাতিক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ।
হবিগঞ্জের শেরপুর থেকে মাধবপুর উপজেলা পর্যন্ত ৮৫ কিলোমিটার সড়কের দু’পাশের ধানের জমিগুলোতে গড়ে উঠছে শিল্প কারথানা। ২০০৩ সালে সিলেট-ঢাকা মহাসড়ককে সংস্কার করে বিশ্বরোডে পরিণত করার পরই এই সড়কের দু’পাশের জমি কেনার প্রতিযোগিতা লেগে যায় শিল্প উদ্যোক্তাদের মাঝে। হবিগঞ্জ ভারপ্রাপ্ত জেলা রেজিস্টার মোঃ মাহবুব আলম বলেন, আমার মনে হয় বিশ্বরোডটা হয়ে যাওয়ার পর কোম্পানিগুলো এখানে আগ্রহী। ইতিমধ্যে আরও কিছু কোম্পানি আসার বিষয়ে চিন্তাভাবনা করছে। বিদ্যুত গ্যাস এর সহজলভ্যতা ও এখানে শিল্প কারখানা গড়ে উঠার অন্যতম একটি কারণ।
শিল্প উদ্যোক্তারা বলছেন, শিল্পবান্ধব পরিবেশ বলতে যা বোঝায় তার পরিপূর্ণতা এখানে খুঁজে পাওয়ায় সবার দৃষ্টি এখন হবিগঞ্জে। চৌধুরী প্রোপার্টি অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড চেয়ারম্যান এ কে এম জাকারিয়া চৌধুরী বলেন, হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা অনেক ভালো এবং বর্তমান সরকার শিল্পায়নের দিকে নজর দিচ্ছে। তারই ধাররবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠেছে। হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকায় ৭ শ বিঘা জমির ওপর গড়ে উঠেছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পাক। প্রাণ আরএফএল গ্র“প এই পার্ক থেকে উৎপাদিত পণ্য সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের সেভেন সিস্টার এলাকায় রপ্তানি করে থাকে।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক মহা-ব্যবস্থাপক হাসান মোঃ মঞ্জুরুল হক বলেন, কোম্পানির এক্সপেনশন করার অনেক স্কোপ আছে। এটি মাথায় রেখে আমরা এখানে এসেছি। গ্যাসের এবং এমপ্লয়ির কথা বিবেচনা করে আমরা হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলেছি।
প্রধানমন্ত্রীর নির্দেশে হবিগঞ্জের শিল্প বিপ্লবে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। হবিগঞ্জ গ্যাস ফিল্ড, বিবিয়ানা আর রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে জাতীয় সঞ্চালন লাইনে ৫৫ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে। একইভাবে হবিগঞ্জের ৪টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এক হাজার তিনশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
দ্রুত সময়ের মধ্যে ঘটে গেছে হবিগঞ্জের শিল্প বিপ্লব। হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলা এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের দুপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে শিল্প কারখানা।
এখানে আগে প্রতি বিঘা জমি মিলতো যে দামে, এখন প্রতি শতকের দাম তার চেয়েও বেশি। ফলে বদলে যাচ্ছে এলাকার মানুষের জীবনযাত্রার মানও। দূর হচ্ছে বেকার সমস্যা।
চার পাঁচ বছর আগেও সিলেট-ঢাকা মহাসড়কের দীর্ঘ পথ অতিক্রম করার সময় সড়কের দুপাশে সোনালী ফসলের মন ভোলানো চকচকে রূপ দেখা গেলেও এখন সেখানে গড়ে উঠছে বিশাল শিল্প কারখানা। এসব জমিতে দ্রুত শিল্পায়নের ফলে জমির দাম কল্পনাকেও ছাড়িয়ে গেছে।
হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামের হাজী আশরাফ উদ্দিন জিতু বলেন, শিল্পায়ন হওয়ার আগে প্রতি বিঘা বিক্রি হতো ৮০ হাজার থেকে ১ লাখ টাকায়। বর্তমানে প্রতি শতক বিক্রি হচ্ছে ১ লাখ ৮০ বা ৯০ হাজার টাকায়। কোন কোন ক্ষেত্রে প্রতি শতক জমি  ৮ থেকে ১০ লাখ টাকায়ও বিক্রি হচ্ছে।
দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীক প্রতিষ্ঠান এলাকায় শিল্প গড়ে তুলছে। এতে শুধু বেকার অসহায় নারী-পুরুষ নয় প্রতিবন্ধী মানুষের ভাগ্যের চাকা বদলে যাচ্ছে। এর ফলে শুধু সিলেট অঞ্চল নয়, অন্যান্য এলাকার মানুষের কর্মসংস্থান হবে বলে জানালেন জেলা প্রশাসক। হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, চট্রগ্রাম বিভাগের কিয়দংশ এবং ঢাকা বিভাগের কিয়দংশ এই হবিগঞ্জ দিয়ে আলোকিত হবে বলে তিনি মনে করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বেকারত্ব কমে যাবে। চা বাগান এলাকায় অনেক লোক মাদকাসসক্ত হয়ে পরেছে শুধু বেকারত্বের কারণে তা থেকে রক্ষা পাবে চা শ্রমিক ও তাদের সন্তানরা। প্রায় ৮৫ কিলোমিটার এলাকা জুড়ে ইতোমধ্যে অর্ধ শতাধিক ভারি ও মাঝারি শিল্প, বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস ক্ষেত্র গড়ে উঠেছে। কর্মসংস্থান হয়েছে প্রায় অর্ধলক্ষ মানুষের।
কিন্তু এতসবের পরও রয়েছে শঙ্কা। যেমন শিল্প কারখানা গড়ে উঠার পাশাপাশি বর্জ্য শোধনাগারের (এটিপি) প্রয়োজন ছিল। কিন্তু এধরণের ব্যবস্থা নেই অনেক শিল্প  কারখানায়। ফলে পরিবেশ বিপর্যয় হচ্ছে দারুনভাবে। পরিবেশ বিপর্যয়ের কারণে কোন কোন এলাকার বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। যারফলে এলাকায় বসবাসকারী মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। জাতীয় পর্যায়ের পরিবেশবাদীরা সংশ্লিষ্ট এলাকা ঘুরে কোন কোন শিল্প কারখানাকে বর্জ্য শোধনাগারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুসিয়ারী ও দেয়া হয়েছে। হবিগঞ্জে ব্যাপকহারে শিল্প কারখানা গড়ে উঠা যেমন একদিকে সোনালী দিনের হাতছানি  অন্য দিকে পরিবেশ বিপর্যয়ও এক অশনিসংকেত বলে অনেকেরই অভিমত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com