স্টাফ রিপোর্টার ॥ সোহাগী জাহান তনু হত্যাকারীর বিচারের দাবিতে গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের সামনে আশিয়াম পার্লামেন্টের আয়োজনে এ মানববন্ধন করা হয়। কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু’র খুনি ও ধর্ষকদের ফাসির দাবিতে মানববন্ধনে হবিগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পর্যায়ের মানুষের অংশ গ্রহণ করেন। মানববন্ধনে অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রী, যুবক ও বিভিন্ন পেশার প্রতিবাদী নেতৃবৃন্দরা অবিলম্বে তনু ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
আশিয়াম পার্লামেন্টের সংগঠক হাবিবুর রহমান রিংকু ও ছাত্রনেতা শাওয়ন এর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক আমিনুর রশীদ এমরান, ডক্টর মুকিত চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসফিক আহমেদ, ছাত্রনেতা হাসবি চৌধুরী, রুবেল চৌধুরী, অপু চৌধুরী সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশার মানুষ।