স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতের জেলা জজ শীপের কনফারেন্স কক্ষে প্রত্যয় উন্নয়ন সংস্থা কুমিল্লা কর্তৃক আয়োজিত মানুষের জন্য ফাউন্ডেশন এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহযোগীতায় শেয়ারিং ওয়াকর্শপ ইউর্থ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লিগ্যাল এইড প্যানেল লয়ার্স উপজেলা ও ইউনিয়ন পরিষদ লিগ্যাল এইড কমিটি এবং ভিকটিম অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ কর্মশালায় বিজ্ঞ জেলা দায়রা জজ মোঃ আতাবুল্লাহ বলেন, লিগ্যাল এইড সেবা ও প্রচার প্রচারণার মাধ্যমে সতেচনতা বৃদ্ধি করে জনগণের কাছে সেবা পৌছে দেয়ার জন্য সঠিক কাজ করে যাচ্ছে।
সভায় জেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।