নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৭৬তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুল এন্ড কলেজ মসজিদের মুয়াজ্জিন রহমত আলী জালালী। গীতাপাঠ করেন ডাঃ অখিল চন্দ্র সূত্রধর। অধ্যক্ষ লুৎফুর রহমান এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের সহকারী বাংলা প্রভাষক শাহীন আক্তার ও ইংরেজী প্রভাষক ফাতেমা মুতালেব এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাদেক হোসেন, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দাতা সদস্য ও প্রফেসর মোঃ আব্দুল হাই, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মুহিবুর রহমান হারুন, বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছামী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোঃ লতিফ মিয়া, মোঃ জাকারিয়া ইসলাম, শাহ হাছান আলী, দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা মোঃ কাওছার আহমদ (কয়ছর), বিশিষ্ট সমাজ সেবক হাজী সুহুল আমিন, আউশকান্দি ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাজী আব্দুল হামিদ নিকছন, যুক্তরাজ্য প্রবাসী গীতিকার নজরুল ইসলাম ইয়াফিস, কৃতি ফুটবলার মোঃ রুকনুজ্জামান কাঞ্চন, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর গর্ভনিং বডির সদস্য মোঃ আবুল হাসান চৌধুরী, মোঃ শওকত আলী, মোঃ আব্দুস সালাম, ফকির ফজলু মিয়া, লন্ডন প্রবাসী জিতু মিয়া। উক্ত অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রভাষক ইকবাল বাহার তালুকদার, অভিভাবক সদস্য আব্দুল হাকিম। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ লুৎফুর রহমান। সার্বিক সহযোগীতা করেন সিনিয়র শিক্ষক এবিএম মনসুর আলম। প্রধান অতিথির বক্তব্যে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর সর্বত্মক প্রচেষ্টা থাকবে। আয়োজিত অনুষ্ঠানে এমপি মুনিম চৌধুরী বাবুর সার্বিক প্রচেষ্ঠায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী ১ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা করেন। এছাড়া বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছামী ২লাখ টাকা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোঃ লতিফ মিয়া ২ লাখ টাকা, মোঃ জাকারিয়া ইসলাম ২ লাখ টাকা, শাহ হাছান আলী ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।