স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় টমটম দুমড়ে মুচড়ে গেছে। এ সময় এক প্রতিবন্ধী যুবকসহ ৫ টমটম যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে- মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের তাজুল ইসলাম (৭৫), খলিল মিয়া (৭০), প্রতিবন্ধী যুবক আব্দুর রহমান (৩০)। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানান, টমটমযোগে যাত্রীরা তেলিয়াপাড়া থেকে সাতছড়ি যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।