রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র ফরম বিতরণ ও জমাদান শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন পত্র ফরম বিতরণ ও জমাদান শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। উপজেলার ১১টি ইউনিয়নে ৩২জন দলীয় মনোনয়ন পত্র ফরম জমা দিয়েছে। ১নং ধর্মঘর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শামছুল ইসলাম কামাল। ২নং চৌমুহনী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চৌমুহনী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনিছুল আব্দাল শাহ লিটন, উপজেলা বিএনপি নেতা মুখলেছুর রহমান সোহেল। ৩নং বহরা ইউনিয়নে বিএনপি নেতা আবু মোঃ শাহিন আলম রিপন, উপজেলা বিএনপি সদস্য আবু হোসাইন মোঃ রাসেল শাহীন, উপজেলা বিএনপি সদস্য আমজাদ আলী শাহীন, মুফতি সফিকুল ইসলাম ডালিম। ৪নং আদাঐর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মীর খোরশেদ আলম ও উপজেলা বিএনপি নেতা মোঃ মাসুক মিয়া। ৫নং আন্দিউড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী অলিউল্লাহ। ৬নং শাহজাহানপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান পারভেজ হোসাইন চৌধুরী, বিএনপি নেতা আলহাজ্ব ফরাশ উদ্দিন বাবু, জাহাঙ্গীর আলম ভূইয়া।
৭নং জগদিশপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি আরজু মিয়া মেম্বার, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান বাচ্চু, শফিকুল ইসলাম ফারুক, জেলা কৃষকদল সদস্য বদরুল আলম। ৮নং বুল্লা ইউনিয়ন পরিষদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, সাবেক ছাত্রদল নেতা আঃ রহিম খান দুলাল, বিএনপি নেতা হারুন অর রশিদ গোলাপ, উপজেলা বিএনপি দফতর সম্পাদক তাজ উদ্দিন আহম্মদ টেনু, ইউনিয়ন বিএনপি সভাপতি মিছির উদ্দন। ৯নং নয়াপাড়া ইউনিয়নে আদম খাঁ, বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর। ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, বিএনপি নেতা মোঃ বায়োজিত। বাঘাসুরা ইউনিয়নে শহীদ মিয়া মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল গাজী, উপজেলা বিএনপি নেতা এড. ফারুক আহম্মদ। অপর দিকে আওয়ামীলীগের মনোনয়ন পত্র ফরম বিতরণ শুরু হয়েছে ২৭ মার্চ থেকে। ৩০ মার্চ পর্যন্ত বিরতণ ও জমা দেয়া যাবে।