শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

মাধবপুরে মাত্র ২০ টাকার জন্য শিশু দেবরকে গলা টিপে হত্যা ॥ ঘাতক ভাবী শাপলার স্বীকারোক্তি ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৭৩৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাত্র ২০ টাকার জন্য গলা টিপে হত্যা করা হয়েছে ৫ বছরের শিশু ইসমাঈলকে। ইসমাঈলের ভাবী শাপলা বেগম (২০) এ পাশবিক হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। পুলিশ শাপলাকে আটক করেছে। এ ব্যাপারে ইসমাঈলের পিতা রজব আলী বাদী হয়ে শাপলাকে আসামী করে মাধবপুর থানায় একটি একটি হত্যা মামলা দায়ের করেছেন।
pic-1 copyপুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাধবপুর পৌর শহরের পশ্চিম পাড়ার রজব আলীর ছেলে ইসমাঈল (৫) কে শনিবার সকাল থেকে পাওয়া যাচ্ছিলনা। পিতা-মাতা সহ পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। এ ব্যাপারে নিখোঁজ ইসমাঈলের পিতা রজব আলী মাধবপুর থানায় সাধারন ডায়েরী করেন। এদিকে গতকাল সোমবার দুপুরে ইসমাঈলের ভাই জুয়েল ঘরে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানার ওসি মোল্লা মুনির হোসেন পুলিশসহ তাদের বাড়ি ছুটে আসেন। এ সময় পুলিশ ঘরের ভেতর ধানের গোলার মাচার নিচে শিশু ইসমাঈলের লাশ দেখতে পায়। শিশু নাক, মুখ ও কানে রক্ত দেখতে পায়। পুলিশ শিশুর লাশ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য পিতা রজব আলী, মাতা রহিমা বেগমকে থানায় নিয়ে যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ESMAIL copyমাসুদুর রহমান মাসুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যায়। ইসমাঈলের লাশ উদ্ধারের খবর প্রচার হলে এলাকার শত শত জনতা ঘটনাস্থলে ভীর জমায়।
সুরতহাল প্রস্তুতকারি এস.আই দয়াল হরি জানান, ইসমাইলের কান, নাক দিয়ে রক্ত বের হওয়ার আলমত পাওয়া গেছে। এছাড়া তার শরীরে বিভিন্ন স্থানে কালো কালো দাগ রয়েছে।
এদিকে পিতা রজব আলী ও মাতা রহিমা বেগমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কোন তথ্য উদ্ধার করতে না পারায় হতাশ হয়ে পড়ে। এ সময় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের পরামর্শে রজব আলীর পুত্রবধু শাপলা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে শাপলা একেক সময় একে কথা বলতে তাকে। এক সময় সে জানায় ইসমাঈলকে জ্বিনে হত্যা করেছে। তার জ্বিন আচর থাকায় সে দেখতে পেরেছে। আবার বলে অন্য কথা। তার অসংলগ্ন কথা বার্তায় পুলিশ বিভ্রান্ত হতে তাকে। এক পর্যায়ে রাত প্রায় ১২ টার দিকে শাপলা শিশু দেবর ইসমাইলকে গলা টিপে হত্যা করার কথা স্বীকার করে। শাপলা পুলিশকে জানায়, শনিবার সকালে বাড়ির লোকজন যার যার কাজে বাড়ির বাহিরে যায়। ঘরে শাপলা ও দেব শিশু ইসমাঈল ছিল। তখন ইসমাঈল বিস্কুট কেনার জন্য তার নিকট ২০টি টাকা চায়। এ pic-2 copyসময় শাপলা টাকা না দিলে ইসমাঈল তাকে গালি দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে ইসমাঈলকে চরথাপ্পর মারার এক পর্যায়ে বিছানায় ফেলে গলা টিপে ধরে। এতে শ্বাসরোদ্ধ হয়ে ইসমাঈল মারা যায়। এ সময় ইসমাঈল মল ত্যাগ করলে তার পরনের পেন্ট ও শার্ট খুলে খালি গায়ে ঘরে ধানের গোলার মাচার নীচে লাশ রেখে দেয় শাপলা। উদ্দেশ্য রাতে নিরবে লাশ ঘরের বাইরে ফেলে আসবে। কিন্তু সে আর লাশ বাইরে নেবার সুযোগ পায়নি। ফলে লাশে পচন ধরে দুর্গন্ধ বেরিয়ে আসে।
শাপলার স্বীকারোক্তির পর নিহত ইসমাঈলের পিতা রজব আলী, মাতা রহিমা খাতুন পুলিশ ছেড়ে দেয়। পরে রজব আলী বাদী হয়ে শাপলাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এলাকাবাসী জানায়-শাপলা এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ নিয়ে ৭/৮ মাস পূর্বে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শাপলার সাথে রজব আলীর ছেলে জুয়েল প্রেমের সম্পর্ক গড়ে তুলে। প্রায় ৪ মাস পূর্বে পিতা-মাতার অজ্ঞাতেই জুয়েল প্রেমিকা শাপলাকে বিয়ে করে। ছেলের সুখের কথা চিন্তা করে রজব আলী এ বিয়ে মেনে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com