আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ১০ম জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে মাধবপুরে গতকাল শুক্রবার সকালে আইন-শৃংখলার বিশেষ সভা অনুষ্টিত হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার কামরুল আমিন, উপজেলা চেযারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, জাহানারা বেগম শেলী, সহকারী কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহ, অফিসার ইনচার্জ অমল কুমার ধর, চেয়ারম্যান আতিকুর রহমান, সামসুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, আলাউদ্দিন, শফিকুর রহমান, পারভেজ চৌধুরী, সৈয়দ মোঃ আলমগীর, সামসুল ইসলাম মামুন, খাইরুল হোসাইন মনু, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক প্রমূখ।