স্টাফ রিপোর্টার ॥ সাবেক তত্ত্বাবধায়ক সরকার এর উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল বলেছেন বিশ্বের বৃহত্তম গ্রামকে সর্বক্ষেত্রে উন্নয়ন সাধন করে আকর্ষনীয় ও দর্শনীয় জনপথ গঠনে বানিয়াচংবাসীর প্রত্যাশা পুরনে আমার সর্বাত্মক সহযোগীতা থাকবে। ২৭ মার্চ রবিবার দুপুরে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি সভা কক্ষে বানিয়াচঙ্গে একটি সমাজকল্যাণমূলক ট্রাষ্ট গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার এর উপদেষ্টা, বাপা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও টিআইবির চেয়ারপার্সন এডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিশিষ্ট আইনজীবি ও ক্রীড়াবিদ এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। বক্তৃতা করেন সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ বসির উদ্দিন আহমদ, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, বাপা হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল, কণ্ঠ শিল্পী একে আজাদ, আওয়ামীলীগ নেতা কৃষ্ণ দেব, যুবলীগ নেতা আনছার আলী, শফিকুর রহমান ঠাকুর, ইউপি সচিব মোঃ জিলু মিয়া, এসআই আব্দুস ছালাম, শিরিকা বেগম, মুক্তিযোদ্ধা জলাল উদ্দিন ময়না, বানিয়াচং উপজেলা ইউডিসি উদ্যোক্তা ফোরাম সভাপতি আনছার আলী, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, টিসি বুলবুল ধর প্রমুখ।
সভায় প্রধান অতিথি এডভোকেট সুলতানা কামাল এর বানিয়াচঙ্গ সদর চৌধুরীপাড়াস্থ স্বামীর বাড়িতে ট্রাষ্ট এর কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে চৌধুরীপাড়াস্থ শ্বশুর বাড়ি পরিদর্শন কালে সঙ্গে ছিলেন এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মোহাম্মদ শাহীন, প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, বাপা নেতা তোফাজ্জুল সোহেল, একে আজাদ, কৃষ্ণ দেব, শফিকুর রহমান ঠাকুর ও এসআই সালাম।