প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী প্রিন্সিপাল মুফতি মাওলানা আল আমিন চৌধুরী ইউনিয়ন নির্বাচন থেকে সরে দাড়ালেন। তিনি গত রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ব্যক্তিগত কারণ ও তার পিতা পীরে কামেল মাওলানা আব্দুল কদ্দুছ চৌধুরীর নির্দেশ ক্রমে আসন্ন ইউপি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি জানান, আসন্ন ইউপি নির্বাচনে তিনি অংশগ্রহন করবেন বলে এলাকার কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তি তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। এছাড়াও তিনি তার ব্যক্তিগত বিশেষ কারণ ও তার পিতা পীরে কামেল মাওলানা আব্দুল কদ্দুছের আদেশক্রমে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান। ইতিপূর্বে তিনি ১১নং মক্রমপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালিয়েছেন। প্রচার প্রচারণায় যারা তাকে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে তাদের যে কোন প্রয়োজনীয় কাজে অংশগ্রহন ও সহযোগীতা করবেন বলে জানান।