বরুন সিকদার ॥ শীতের তীব্রতার সাথে সাথে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। তার সাথে বেড়েছে নারী-পুরুষের যুগোপযোগী আধুনিক ডিজাইনের পোষাকের চাহিদা। শীতের দিনগুলোতে নিজেকে মনের মতো ও আকর্ষনীয়ভাবে তুলে ধরতে পোষাক বিপনীগুলোতে ভীড় জমাচ্ছে ক্রেতারা । তবে গত বছরের তুলনায় পেুাষাকের দাম তিন-চার গুন বেশি হওয়াতে ক্রেতারা হচ্ছেন বিমুখ। বিষয়টির সত্যতা স্বীকার করে বিক্রেতারা এর কারণ নির্ণয় করেছেন রাজনৈতিক দলগুলোর ডাকা লাগাতার হরতাল-অবরোধকে। যার ফলে বিক্রেতারা গার্মেন্সগুলো থেকে আনতে পাড়ছে না প্রয়োজনীয় মালামাল অন্যদিকে ক্রেতারাও পাচ্ছেনা তাদের পছন্দ মোতাবেক নতুন কাপড়। জীবনের ঝুকি ও বেশি খরচে মালামাল আনতে গিয়ে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। এতে করে অর্থনৈতিক স্থবিরতা দেখা দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। এ ক্ষেত্রে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের লোকেরা পড়েছেন সবচেয়ে বেশি বিপত্তিতে। তবে তাদের শেষ ভরসা হিসেবে ধরা দিচ্ছে জেলা সদর শহরের বিভিন্ন হকার্স মার্কেটগুলো। চাহিদা বা পছন্দ মোতাবেক কাপড় তেমনিটা না পেলেও সাধ্যের মধ্যে দাম দিয়ে শীতবস্ত্র কিনতে দেখা গেছে বেশির ভাগ ক্রেতাদের। শহরের খোয়াই ব্রীজ ও নজির মার্কেট সংলগ্ন হকার্সমাকেট ছাড়াও বিভিন্ন ফুটপাতগুলোতে গড়ে উঠেছে অস্থায়ী পুরাতন কাপড় বিক্রির দোকান। স্থানীয় মার্কেট ঘুরে দেখা যায়, বিপনীগুলোতে বয়স ভেদে নানান ধরণের দেশী ও বিদেশী শীতের পোষাক আনা হয়েছে। ছেলেদের জন্যে আনা হয়েছে জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, কোর্ট সহ নানান ডিজাইনের মাফলার। মেয়েদের জন্যে আনা হয়েছে দেশী ও বিদেশী সোয়েটার। এছাড়া বাহারী নামের ও রকমারী ডিজাইনের শীতের চাদর গুলোর মধ্যে রয়েছে দেশী শাল, চায়না চাদর, মনিপুরী, শর্ট চাদর, কাশমেরী চাদর। যা গত বছরের দামের তুলনায় মনিপুরী চাদরে বেড়েছে ৩শ টাকা করে, কাশমেরী চাদরে বেড়েছে ৩শ থেকে ২শ টাকা করে, চায়না চাদরে বেড়েছে ১শ থেকে ৩শ টাকা করে। দেশী ও বিদেশী জ্যাকেটে বেড়েছে ৪ শ থেকে ৫শ টাকা করে। সোয়েটার ৫০ থেকে ২শ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এছাড়া বর্তমান বাজারের মূল্য অনুযায়ী ব্লেজার পাওয়া যাচ্ছে ২ হাজার থেকে শুরু করে ৭ হাজার টাকা মূল্যের। চায়না কম্বল ১হাজার থেকে ৪ হাজার টাকা, দেশী কম্বল ৩ শ থেকে ৮ শ টাকা, কোরিয়ান কম্বল ৩ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা দামের মধ্যে। নজির মার্কেট সংলগ্ন হকার্স মার্কেটের পুরাতন কাপর ব্যবসায়ী মনিরুল জানায়, আমাদের মার্কেটে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের কাস্টমারদের আনাগোনাই বেশী থাকে। বিদেশীদের ব্যবহারের পুরাতন পোষাক চিটাগাং বন্দর থেকে ১শ কেজি ওজনের করে বস্তা (গাট্টি মাল) হিসাবে ক্রয় করতে হয়। তবে বর্তমান সময়ের দেশের অচল অবস্থার কারনে আমাদেরও গাড়ী ভাড়া ও আনুষাঙ্গিক খরচ তিনগুন বেশি দিতে হচ্ছে। যার প্রভাব খুচরা বাজারেও পড়ছে। তবে ক্রেতারাও দাম শুনে ফিরে যাচ্ছে। শুধু তাই নয় এতে করে অর্থনৈতিক ক্ষতি সাধিত হচ্ছে।