প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা এবং আসন্ন ইউপি নির্বাচন প্রসঙ্গে মতবিনিময় সভা গত শনিবার গোল্ডেন প্লাজা¯’ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, পৌর বিএনপির সহ সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, নাসির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, ৮নং সদর নবীগঞ্জ ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মুক্তাদির চৌধুরী, ৭নং করগাঁও ইউপি চেয়াম্যান ছাইম উদ্দিন, ৯নং বাউসা ইউপি চেয়ারম্যান মো: আনোয়ারুর রহমান, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান মাও: নরুল ইসলাম, পানিউমদা ইউপির সাবেক চেয়ারম্যান মো: আব্দুর রহমান, বিএনপি নেতা রজব আলী, আশিক মিয়া, মুরশেদ আহমদ, শফিউল আলম বজলু, কাউছার আহমদ, হাজী আজিজ আহমদ মেরাজ, কাউছার আহমদ কয়ছর, আব্দুল আলীম ইয়াছিনী, উপাধ্যক্ষ নুরুল আমিন, এডঃ জালাল আহমদ, আব্দুল মালিক দোলা, অধ্যাপক মোজতাহিদ উদ্দিন প্রমুখ। সভায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইঞ্জিনিয়ার মীর জাহান সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।