স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, এলাকার সন্তান হিসাবে বিগত নির্বাচনে হবিগঞ্জ-লাখাইর জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সুখে দুখে জনগণের পাশে থেকেছি। জনগণের কল্যাণে কাজ করেছি। আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়নের যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আপনাদের ভোট প্রার্থনা করছি। তিনি গতকাল বিকেলে হবিগঞ্জ পৌর এলাকায় গণ সংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে এক শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ভোটাররা অংশ নেয়।
এডঃ মোঃ আবু জাহির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, মানুষের কর্মসংস্থান হয়। তাই আগামী নির্বাচনে এই ধারা অব্যাহত রাখতে এবং জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত রাখতে আবারও শেখ হাসিনার সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। পরে তিনি নুরপুর ইউনিয়নের পুরাইকলা বাজার ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।