স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রতারনা করে বিকাশ এজেন্টের কাছ থেকে ১২হাজার টাকা উত্তোলন করে পালিয়ে যাবার সময় এক যুবতী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সড়কে ইফতি এন্টারপ্রাইজে এ ঘটনাটি ঘটে। আটক যুবতীর নাম শাম্মী আক্তার। জানা যায়, সন্ধ্যায় বোরকা পড়া অবস্থায় ওই যুবতী মেয়েটি ইফতি এন্টারপ্রাইজে বিকাশ এজেন্টে ১টি ম্যাসেস দেখিয়ে প্রথমে সাড়ে ৫হাজার টাকা এবং কিছুক্ষণ পর আরো ১টি ম্যাসেস দেখিয়ে ৭হাজার টাকা উত্তোলন করে অন্য বিকাশ নাম্বারে টাকাগুলো প্রেরণ করে। প্রায় আধা ঘন্টা পর আরো ১০হাজার টাকার ১টি ম্যাসেস দেখিয়ে উত্তোলন করতে চাইলে ইফতি এন্টারপ্রাইজের মালিক চৌধুরী মোহাম্মদ আলী জিন্নাহর মাঝে সন্দেহ’র সৃষ্টি হয়। এক পর্যায়ে ম্যাসেস গুলো তল্লাসী করে তিনি দেখতে পান এগুলো ভূয়া ম্যাসেস। সাথে সাথে তিনি সুর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন প্রতারক যুবতীটিকে আটক করে। তার কাছে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের বিএসএস এর ছাত্রী হিসেবে একটি পরিচয়পত্র রয়েছে। আদৌ সে ওই কলেজের ছাত্রী কিনা এমন সন্দেহেরও সৃষ্টি হয়েছে। মহুর্তে খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার মধ্যস্থতায় ১২হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আটক যুবতীকে তার আত্মীয় মাধ্যমে ছেড়ে দেয়া হয়।